বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
তানজিলুল ইসলাম লাইক, নিজস্ব প্রতিবেদক রাজশাহী
রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ খবর! টেনিস প্রিমিয়ার লিগ ২০২৫-এর খেলোয়াড় বাছাইপর্ব জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো।
২৭ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় রাজশাহীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই বাছাইপর্বে ৮টি দল তাদের সেরা খেলোয়াড়দের দলে টানতে মরিয়া হয়ে ওঠে। অংশগ্রহণকারী দলগুলো হলো— ১) কিং অফ সুলতানস, ২) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ৩) অন্তর ইলেভেন স্টার, ৪) লোকাল স্টার, ৫) আতিফা স্টারস, ৬) ব্লেস বাউন্সার, ৭) রাজশাহী নোয়াবস, ৮) ইত্যাদি ইলেকট্রনিক্স।
রাজশাহী টেনিস ক্রিকেটার এসোসিয়েশনের আয়োজনে এদিন উপস্থিত ছিলেন আহ্বায়ক বাসু প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ, সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর সদস্য সচিব ইঞ্জি. আরিফুজ্জামান বলেন, “রাজশাহীতে ক্রীড়ার নতুন দিগন্ত উন্মোচন করতে এসেছি। দারুণ এক দল গঠন করেছি, আশা করি মাঠে ঝড় তুলব!”
প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা এখন শুধু সময়ের অপেক্ষা! রাজশাহীর টেনিসপ্রেমীরা তৈরি থাকুন শ্বাসরুদ্ধকর লড়াই উপভোগ করতে!