বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
একটি জামা, একটি অভিমান—মেয়ে হারাল পরিবার চিরতরে।
অনলাইন ডেস্ক
একটি নতুন জামার জন্য চাওয়া ছিল তার শেষ ইচ্ছা। বাবা দিতে পারেননি, আর সেই অভিমানেই জীবন বিসর্জন দিয়েছে খাদিজা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রামে। খাদিজা ওই গ্রামের খাদেম আলী মণ্ডলের মেয়ে এবং জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, সোমবার (২২ জুলাই) রাতে ছোট্ট এই কিশোরীর হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, খাদিজা বেশ কয়েকবার নতুন জামার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আর্থিক অনটনের কারণে বাবা তাকে পরে দেওয়ার কথা বলেন। এতেই চরমভাবে অভিমানি হয়ে ওঠে খাদিজা।
নিজ ঘরে দরজা বন্ধ করে দেয় সে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো সাড়া না পেয়ে মা সোহাগী খাতুন বারবার ডাকতে থাকেন। একসময় দরজা খুলে দেখতে পান, মেয়েটি ঘরের বাঁশের ধরনার সঙ্গে ঝুলে আছে। দ্রুত তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ওসি আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।