বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কোস্ট ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষিণ করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, “কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় আজ দেশের অন্যান্য অঞ্চলের মতো বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কলাতলীতেও আমরা প্রবীণদের সম্মান জানাতে একত্র হয়েছি।”
প্রবীণরা সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভাণ্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা— তারা শুধু পরিবার নয়, পুরো জাতির জন্যই এক ভিত্তি ও দিকনির্দেশনা। তাই তাদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসের লক্ষ্য প্রবীণদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো।
১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্তের পর ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
দিবসটির প্রতিপাদ্য ছিল— “একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, যত্নে তোমায় রাখব আগলে।” আলোচনায় অংশ নেওয়া প্রবীণরা জানান, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়লেও তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনের নিশ্চয়তায় যথেষ্ট উদ্যোগ দেখা যায় না।
আলোচনায় বক্তারা প্রবীণদের সমাজে অবদানকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই প্রবীণদের অধিকার ও কল্যাণে সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের মো. ফজলুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম।