বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ৩০০ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া একটি স্প্যানিশ নৌবহরের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১০ লাখ ডলার মূল্যের গুপ্তধন উদ্ধার করা হয়েছে। এতে এক হাজারের বেশি সোনা ও রূপার মুদ্রা অন্তর্ভুক্ত। খবর জানিয়েছে সিবিএস নিউজ।
ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ থেকে ডুবুরির একটি দল গুপ্তধনটি উদ্ধার করে। এই এলাকাটি পূর্ব ফ্লোরিডার আটলান্টিক উপকূল বরাবর ইন্ডিয়ান নদী, সেন্ট লুসি এবং মার্টিন কাউন্টি জুড়ে বিস্তৃত। ১৭১৫ সালের স্প্যানিশ ট্রেজার ফ্লিট জাহাজ ডুবে যাওয়ার কারণে এই অঞ্চলকে ‘ট্রেজার কোস্ট’ নামে পরিচিতি পাওয়া।
মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো এবং পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১৭১৫ সালে এই মূল্যবান ধন ইউরোপে পাঠানোর পথে ভয়াবহ ঝড়ে ১১টি জাহাজ ডুবে যায়, এতে প্রায় এক হাজার মানুষ মারা যায় এবং বিপুল ধন-সম্পদ সমুদ্রের তলদেশে ছড়িয়ে পড়ে।
গুপ্তধন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলসের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালক সাল গুত্তুসো বলেন, “প্রতিটি মুদ্রা ইতিহাসের একটি অংশ, স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। এক হাজার মুদ্রা পাওয়া বিরল ও অসাধারণ ঘটনা।”