বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে। জুলাই অভ্যুত্থান আবরারদের আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই শহীদদের ত্যাগের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মিত হয়েছে।”
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে “মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলেই বোঝা যাবে ভিনদেশি আধিপত্যবাদ আমাদের ওপর কিভাবে প্রভাব বিস্তার করেছে। পৃথিবীর বড় দেশগুলো পার্শ্ববর্তী ছোট দেশগুলোতে আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে। তারা অনুগত শাসক, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। আবরার ফাহাদ সেই আধিপত্যবাদের শিকার।”
সালাউদ্দিন আহমেদ যুব সমাজের মধ্যে দেশপ্রেম ও প্রতিরোধের আগুন জ্বলে থাকার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় দেশের পক্ষে কথা বলছে, তারা নতুন প্রজন্মের প্রতীক। তাদের জীবন কেড়ে নিলে এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে।”
তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমাদের নীতি হবে—সবার আগে বাংলাদেশ। এই নীতিই জাতির মুক্তির পথ।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।