বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
ত্রাণের অপেক্ষায় গুলি, মানবতা কি নিঃশেষ হয়ে গেছে?
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এই হতাহতের ঘটনায় আট শিশুও অনাহার ও অপুষ্টিতে মারা গেছে।
স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে বুধবার (৬ আগস্ট) গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন ত্রাণপ্রত্যাশী ছিলেন, যারা গাজায় একটি খাদ্য বিতরণ কেন্দ্রে যাচ্ছিলেন। ওই সময় ইসরায়েলি বাহিনী তাদের ওপর গুলি চালায়। এই হামলায় নিহতরা সম্পূর্ণ নিরস্ত্র ছিল। বারবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ অব্যাহত রাখে।
গাজার মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ সাহায্যের বিস্তারিত তুলে ধরে বলেন, “গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না, আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি।” তিনি দ্রুত পদক্ষেপের গুরুত্ব উল্লেখ করেন, কারণ খাদ্য সংকট ও লজিস্টিক সমস্যা বেড়েই চলছে।
তবে যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ত্রাণের অধিকাংশ খাদ্য নষ্ট বা অখাদ্য। ত্রাণ বিতরণের সময় ও স্থান আগেই আইডিএফকে জানানো হয়, যা ব্যবহৃত হয় নিরস্ত্র ত্রাণপ্রত্যাশীদের ঘাঁটিতে হামলার জন্য। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েল এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না।