বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার সাঘাটায় এক হৃদয়বিদারক হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী রাশেদ মোল্লা (৩৮)-এর হাত-পা ভেঙে দিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের সাঘাটা-বোনারপাড়া সড়কের পাশে খগেনের মোড়ে এ নৃশংস হামলা চালানো হয়। রাশেদ সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পারিবারিক দ্বন্দ্ব ও শ্বশুরবাড়ির বিরোধের জেরেই এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে রাশেদ ঘুড়িদহ গ্রামের সরকারপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান। খাবার পরিবেশনে কিছুটা দেরি হওয়ায় তিনি তার এক বন্ধুকে নিয়ে খগেনের মোড়ে চা খেতে যান। ঠিক তখনই ১১-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই তারা রাশেদকে এলোপাতাড়ি পিটিয়ে তার ডান হাত ও ডান পা ভেঙে ফেলে। আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে রাশেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রতিবন্ধী রাশেদের স্ত্রী রাশেদা বেগম জানান, “আমার স্বামীর আগেই বাম পা অচল ছিল। ডান পায়ে কোনো রকমে চলাফেরা করত। আমার পিতার পরিবারের সাথে শ্বশুরবাড়ির বিরোধ চলছিল। তারা আমাদের আলাদা করতে ব্যর্থ হয়ে এই নৃশংস হামলা চালিয়েছে।”
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ (পিন্টু) জানান, “বগুড়ায় রাশেদের হাত-পায়ের প্লাস্টার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী হাড় ভেঙেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।” ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।