বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ শনিবার (৪ অক্টোবর)। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় সাধক ও ইসলামের মহান প্রচারক গাউসুল আজম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবেই এই দিনটি পালন করা হয়।
হিজরি ৫৬১ সালের এই দিনে পরম সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ইন্তেকাল করেন। সেই থেকেই তার মৃত্যুবার্ষিকী বিশ্বজুড়ে মুসলমানরা ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে গভীর শ্রদ্ধায় পালন করে আসছেন।
‘ইয়াজদাহম’ শব্দটি ফারসি, যার অর্থ ‘এগারো’। অর্থাৎ, ইসলামী বর্ষপঞ্জির রবিউস সানি মাসের ১১তম দিনেই এই দিবস পালিত হয়, যা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।
হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন ধার্মিকা বিবি ফাতেমা। তরুণ বয়সেই তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমি (রহ.)-এর কাছে আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শিতা অর্জন করেন এবং খেলাফত লাভ করেন।
তার দাওয়াতি কর্ম ও আধ্যাত্মিক অবদান মুসলিম বিশ্বে আজও অনন্য। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে মুসলমানরা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন এবং তার জীবন ও আদর্শের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার প্রতীক।