1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আজ ঈদে মিলাদুন্নবী: বিশ্বজুড়ে মিলাদ ও দোয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

আজ ঈদে মিলাদুন্নবী: বিশ্বজুড়ে মিলাদ ও দোয়া

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত
মিলাদুন্নবী

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের স্মরণীয় দিবস আজ শনিবার। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে (আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে) তিনি পৃথিবীতে আগমন করেন। মানবজাতির ইহজাগতিক ও পরজাগতিক মুক্তির দিশা দেখিয়ে ৬৩ বছর বয়সে একই তারিখে দুনিয়া ত্যাগ করেন।

আরব সমাজ যখন আইয়ামে জাহেলিয়াত বা অনৈতিকতার ঘোর অন্ধকারে নিমজ্জিত, তখন আলোর মশাল হয়ে আবির্ভূত হন আল্লাহর প্রিয় নবী (সা.)। মক্কার কুরাইশ বংশের সাধারণ পরিবারে জন্ম নিয়েও তিনি শৈশবেই সত্যবাদিতা ও সততার প্রতীক হয়ে ওঠেন। শান্তির অগ্রসেনানী রূপে আত্মপ্রকাশ করেন। সহনশীলতা, ক্ষমাশীলতা ও উদারতায় তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব হয়ে ওঠেন। চল্লিশ বছর বয়সে নবুয়তের মর্যাদা পান। পরবর্তী ২৩ বছর তিনি ইসলামের বার্তা পৌঁছে দেন। কেবল আধ্যাত্মিক শিক্ষা নয়, তিনি মদিনায় কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

বিশ্বের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষও ঈদে মিলাদুন্নবী (সা.) ও সিরাতুন্নবী (সা.) নামে দিনটি মহিমান্বিতভাবে পালন করে। অনেকে নফল নামাজ আদায় ও সিয়াম পালন করেন। পাশাপাশি কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন হয়।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানসহ দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

আজ ভোর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা এবং কালেমা তাইয়্যেবা লেখা ব্যানার ও পতাকায় সাজানো হবে।

ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে রয়েছে কিরাত ও নাত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক আয়োজন, আরবি খুতবা রচনা প্রতিযোগিতা, সেমিনার এবং বিশেষ প্রকাশনা। একই সঙ্গে ১২ রবিউল আউয়াল থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে পনেরো দিনব্যাপী ইসলামী বইমেলা হবে। টেলিভিশন, বেতার ও অন্যান্য ইলেকট্রনিক গণমাধ্যম সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান, আর সংবাদপত্র ছাপাবে বিশেষ ক্রোড়পত্র।

দেশের সব বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, ওয়াকফ প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও হজ অফিসগুলো দোয়া মাহফিল, নাত পাঠ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করবে। এসব আয়োজনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, সহিষ্ণুতা, মানবাধিকার, অগ্রগতি, ভ্রাতৃত্ব ও নারীর মর্যাদার বাণী তুলে ধরা হবে। শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি নাত প্রতিযোগিতা, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভার ব্যবস্থা করবে।

এছাড়া দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু নিবাস ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও যথাযথ মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনন্য জীবনদর্শন, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুশীলন আজকের সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা যেন প্রত্যেকে নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও আত্মত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে সক্ষম হই।’ দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..