1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লাল-সবুজ জার্সিতে আজ জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

লাল-সবুজ জার্সিতে আজ জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত
চার মাস পর মাঠে ফের ফুটবল জ্বর

অনলাইন ডেস্ক ,

চার মাস পর আবারও ফুটবলে উৎসবের আবহে ফিরেছে রাজধানী। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও হংকং ম্যাচকে ঘিরে আজ রাতে জাতীয় স্টেডিয়ামে উপচে পড়া দর্শকের ঢল। রাত আটটায় ম্যাচ শুরু হলেও দুপুর থেকেই স্টেডিয়াম ও আশপাশের এলাকা রঙিন হয়ে উঠেছে লাল-সবুজ উচ্ছ্বাসে। ফুটবলপ্রেমীরা গায়ে বাংলাদেশ দলের জার্সি, হাতে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে জমিয়েছে উৎসবের মেলা।

গুলিস্তানগামী এক নম্বর গেইট থেকে শুরু করে বাইতুল মোকাররমমুখী চার নম্বর গেইট পর্যন্ত একই চিত্র— সর্বত্রই বাংলাদেশ ফুটবলের প্রতি ভালোবাসার উন্মাদনা। মৌসুমী ব্যবসায়ীরাও বসিয়েছেন অস্থায়ী দোকান, যেখানে বিক্রি হচ্ছে পতাকা, জার্সি, মুখে লাগানোর রঙ ও নানা সাপোর্টার সামগ্রী। দীর্ঘদিন পর এমন প্রাণচাঞ্চল্যে মুখর রাজধানী।

স্টেডিয়ামের ভেতরেও ছিল উচ্ছ্বাসের জোয়ার। ম্যাচ শুরুর চার-পাঁচ ঘণ্টা আগেই গ্যালারি পূর্ণ হয়ে যায় দর্শকে। অনলাইনে টিকিট ছাড়ার মাত্র আধঘণ্টার মধ্যেই সব বিক্রি শেষ হয়ে যায় বলে জানিয়েছে বাফুফে। এতে বোঝা যায়, বাংলাদেশের ফুটবল ঘিরে আগ্রহ আগের যেকোনো সময়ের চেয়ে বহুগুণে বেড়েছে।

দর্শকদের মধ্যে অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির। তারই একজন নারায়ণগঞ্জের ডেমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাকির হোসেন। তার হাতে লেখা, “বাংলাদেশ ২:১ হংকং”। তিনি বলেন, “হোম গ্রাউন্ডে খেলা বলে জয়ের আশা করছি। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও দুর্ভাগ্যজনকভাবে হেরেছিল দল, এবার আশা করি ইতিহাস বদলাবে।”

আরেক সমর্থক শাহ আলম শান্তিনগরের শান্তিবাগ থেকে তিন ঘণ্টা আগে এসে গ্যালারিতে জায়গা নেন। তিনি বলেন, “আমি সবসময় মাঠে গিয়ে খেলা দেখি। শুনেছি, হংকং দলে ব্রাজিলের কয়েকজন খেলোয়াড় আছে। তাই ম্যাচটা হবে চ্যালেঞ্জিং। তবুও বাংলাদেশের জয়ে আস্থা রাখছি।”

গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেমন উত্তেজনা দেখা গিয়েছিল, হংকং ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। আগেরবার টিকিট সংকটে গেইট ভেঙে দর্শক ঢুকে পড়েছিল। এবার তাই বাফুফে ও আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষই কঠোর নজরদারিতে রেখেছে পুরো স্টেডিয়াম এলাকা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সব মিলিয়ে জাতীয় স্টেডিয়াম আজ ফুটবলের আনন্দে মুখর। দর্শকদের মুখে একটাই স্লোগান— “জয় হোক বাংলাদেশের।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..