বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও বিষয়টি সুস্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
https://www.facebook.com/shafiqul.alam.71216/posts/32813020321622116?ref=embed_post
শফিকুল আলম লিখেছেন, “রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে—এমন তথ্য কিছু পত্রিকায় প্রকাশ পেয়েছে। কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, এ বিষয়ে বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যমের সঙ্গে আমি কোনো কথাই বলিনি।”
তিনি আরও বলেন, “বুধবার এক ব্রিফিংয়ে এবং পরবর্তীতে দুইটি টেলিভিশন চ্যানেলে আমি শুধু জানিয়েছি যে, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশ নেবেন, তবে কোথাও আমি বলিনি যে, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। বাস্তবে এমন কোনো বৈঠকও চূড়ান্ত হয়নি।”
অন্যদিকে, এফএওর বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক।
এর আগে রোববার সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার সফরসঙ্গীরা। প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে থাকবে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন।
ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়ে নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে বাংলাদেশের বৈশ্বিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।