বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
ক্যানসারের সঙ্গে দীর্ঘ ছয় বছরের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন ফুটবলার ও কিংবদন্তি কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুসো। বুধবার (৮ অক্টোবর) ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৌশলী কোচ। তার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ক্লাব বোকা জুনিয়র্স গভীর শোক প্রকাশ করেছে।
জীবনের শেষ সময়েও ফুটবলকে ভালোবেসে বেঁচেছিলেন রুসো। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বোকা জুনিয়র্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচ শেষে অসুস্থতার কারণে তাকে মেডিকেল ছুটি নিতে হয়। ২০১৭ সালে ক্যানসার ধরা পড়ার পরও দায়িত্ববোধ আর ফুটবলের প্রতি ভালোবাসা তাকে মাঠ ছাড়তে দেয়নি।
তার মৃত্যুতে শোক জানিয়ে এএফএর এক বিবৃতিতে বলা হয়, “আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর প্রয়াণে গভীর শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”
১৯৮৩ সালে জাতীয় দলে অভিষেক ঘটে এই মিডফিল্ডারের। আর্জেন্টিনার হয়ে ১৭টি ম্যাচ খেললেও ভাগ্য সহায় হয়নি ১৯৮৬ সালের বিশ্বকাপে। ম্যারাডোনার সেই স্বর্ণযুগের দলে থাকলে হয়তো তিনিও ছুঁতে পারতেন বিশ্বকাপের সোনালি ট্রফি।
অবসর নেওয়ার পর কোচিং ক্যারিয়ারে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন রুসো। তিন যুগের লম্বা সময় জুড়ে তিনি দায়িত্ব পালন করেন বোকা জুনিয়র্স, রোসারিও সেন্ট্রাল, স্যান লরেঞ্জো, ভ্যালেজ সার্সফিল্ড, আল নাসরসহ বিভিন্ন ক্লাবে। ১,২৭৩ ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করে জয় পেয়েছেন ৫০৯টিতে—যা তার এক অদম্য প্রেরণা ও সাফল্যের সাক্ষ্য।
তার মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল মহল বলছে, “রুসো ছিলেন মাঠের বাইরেও অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, ফুটবলের প্রতি ভালোবাসা কখনো ক্যানসারের মতো রোগেও ম্লান হয় না।”