বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
লক্ষ্য ১৭৯ রানের তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ইংল্যান্ড। একশর আগেই তারা পাঁচ উইকেট হারিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে। বাংলাদেশ জয়ের সুযোগ তৈরি করলেও ভারতীয় আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালনের দুটি বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করে বাংলাদেশ।
ইংল্যান্ডের হিদার নাইট অবিচল মানসিকতায় অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে দলকে ৪ উইকেটে জয় এনে দেন। ৭৮ রানে পাঁচ উইকেট হারানোর পরও, ১০৩ রানে তারা ছয় উইকেট হারিয়ে হারার মুখে ছিল। নাইটের দুইবার জীবন পাওয়া এবং দৃঢ় ইনিংস বাংলাদেশের সম্ভাবনাকে শেষ পর্যন্ত অকেজো করে।
ম্যাচ শেষে নাইট বলেন, “প্রথমে ভেবেছিলাম আউট, বলটা ওপরে ছিল। ক্যাচ ন্যায্য ছিল। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে অবশ্য ভাগ্যও পাশে ছিল।”
ফাহিমা বলেন, “আমাদের জন্য সিদ্ধান্তটি হতাশার। এটি স্পষ্ট আউট ছিল, কিন্তু পরে পাল্টানো হয়, যা হারের ফলাফলে প্রভাব ফেলেছে।”