বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
অক্টোবরের আন্তর্জাতিক বিরতি ঘিরে চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে লড়াইয়ের জন্য ঘোষিত দলে নতুন মুখ দেখে উচ্ছ্বসিত ছিল সমর্থকরা। তবে স্কোয়াড ঘোষণার পরই নেমে এসেছে বড় ধাক্কা— ইনজুরিতে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা থিয়াগো আলমাদা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লা লিগার সাম্প্রতিক ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামতে পারেননি অ্যাতলেটিকো মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডার। ক্লাব কোচ দিয়েগো সিমিওনে জানিয়েছেন, আলমাদা এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৬ বছর বয়সী আলমাদা ফিটনেস সমস্যায় ভুগছেন এবং জাতীয় দলের হয়ে মাঠে নামার উপযুক্ত অবস্থায় নেই। সর্বশেষ ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অক্টোবরের শেষ দিকে ফিরতে পারেন এই প্রতিশ্রুতিশীল প্লেমেকার।
এদিকে, আলমাদার পরিবর্তে এখনো নতুন কোনো খেলোয়াড়কে দলে ডাকেননি কোচ স্কালোনি। ফলে আর্জেন্টিনাকে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে তার অনুপস্থিতিতেই নামতে হবে মাঠে।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস
ডিফেন্ডার: মন্টিয়েল, মোলিনা, রোমেরো, বালেরদি, ওটামেন্ডি, সেনেসি, রিভেরো, আকুনা, টাগলিয়াফিকো
মিডফিল্ডার: পারেদেস, মোরেনো, দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, লো চেলসো, ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড: সিমিওনে, গঞ্জালেস, মাস্তান্তুয়ানো, মেসি, লোপেস, আলভারেজ, লাউতারো মার্টিনেজ