বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
মিন্টূ ইসলাম, বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মা ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের গাজীপুর জেলার ড্রাগ সুপার তানজিলা আরফিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মাওনা চৌরাস্তার লাজ ফার্মা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। পরে ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।