বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
“মাতৃত্বে পরিপূর্ণতার ছোঁয়া, এক বছরের ব্যবধানে ফের মা হলেন ইলিয়ানা”
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ যেন মাতৃত্বে খুঁজে পেয়েছেন জীবনের পূর্ণতা। মাত্র এক বছরের ব্যবধানে ফের একবার সন্তানের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী। গত বছর প্রথম সন্তানের মা হওয়ার পর, চলতি বছর ১৯ জুন আবারও এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর আজ, সেই অনন্য সুখবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইলিয়ানা প্রকাশ করেছেন নবজাতক সন্তানের একটি সাদাকালো ছবি। ছবির সঙ্গে লিখেছেন হৃদয়ছোঁয়া বার্তা—“কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। জন্ম ২০২৫ সালের ১৯ জুন।” পোস্টে স্বামী মাইকেল ডোলানকে ট্যাগ করতেও ভোলেননি তিনি। সেই মুহূর্তেই শুরু হয় শুভেচ্ছার বন্যা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বলিউডের অনেক তারকাই অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে।
ইলিয়ানা আর মাইকেলের প্রেমের গল্পটা অনেকটাই রূপকথার মতো। ২০২৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই ইলিয়ানা জানান, তিনি মা হতে চলেছেন। বছরের শেষ দিকেই প্রথম পুত্র কোয়া ফিনিক্সের জন্ম হয়। কোয়া-কে কেন্দ্র করেই ইলিয়ানার জীবন যেন এক নতুন মোড় নেয়। সেই মাতৃত্বের আবেশ কাটতে না কাটতেই, দ্বিতীয় সন্তানের আগমন আবারও ভরে দিলেন তার কোলে।
বিয়ের পর থেকে বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন ইলিয়ানা। মূলত মাতৃত্বকালীন বিরতিতেই ছিলেন। তবে ভক্তদের জন্য সুখবর—ইলিয়ানা জানিয়েছেন, তিনি শিগগিরই আবার অভিনয়ে ফিরবেন। ইতোমধ্যেই বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে বলেও জানা গেছে ঘনিষ্ঠ সূত্রে।
এদিকে, চলতি বছরের মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’। রাজকুমার গুপ্ত পরিচালিত এ ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। তবে মাতৃত্বজনিত কারণে সিক্যুয়েল থেকে বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর। তবে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, ইলিয়ানার ফিরে আসা নাকি হতে যাচ্ছে এক দুর্দান্ত কামব্যাক।
বিভিন্ন সাক্ষাৎকারে ইলিয়ানা বরাবরই বলেছেন, “মা হওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত। ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু আমার সন্তানদের সঙ্গে কাটানো সময়ের কোনো তুলনা হয় না।” এই কথাগুলোর মধ্যেই যেন ফুটে ওঠে একজন নারীর আত্মত্যাগ ও দায়িত্ববোধের আসল রূপ।
ইলিয়ানার বর্তমান পরিবারজীবনকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইলিয়ানা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন অনুপ্রেরণামূলক মা।” কেউ কেউ আবার লিখেছেন, “তার মাতৃত্বের যাত্রা আমাদের মনে সাহস যোগায়।”
বলিউডে এমন ঘটনা খুব কমই দেখা যায়, যেখানে একজন জনপ্রিয় অভিনেত্রী একের পর এক সন্তান জন্ম দিয়ে ক্যারিয়ারের বিরতি নেন, তবু থেকেও যান আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইলিয়ানা ডি’ক্রুজ যেন সেই ব্যতিক্রমী উদাহরণ, যিনি তার ব্যক্তিগত জীবনকে উদযাপন করছেন ঠিক যতটা গর্ব নিয়ে তিনি সিনেমায় অভিনয় করেছেন।
ভবিষ্যতে কী সিনেমায় তার ছায়াপাত ঘটবে নতুন অভিজ্ঞতার? সময়ই সে উত্তর দেবে। তবে আপাতত, ইলিয়ানার এই নবজাতকের আগমনের খবরে বলিউড ও তাঁর ভক্তমহলে খুশির ছায়া।
আসলে, ইলিয়ানা শুধু তারকা নন—তিনি আধুনিক সময়ের সেই নারীদের প্রতিনিধি, যারা কাজ এবং পরিবার—উভয়টাকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেন। আর এই কারণেই, এক বছরেই দ্বিতীয়বার মা হওয়া তাঁর জন্য শুধুই একটি ঘটনা নয়, এটি এক অনন্য শক্তি এবং ভালোবাসার প্রকাশ।