বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই ভারত ও বাংলাদেশের সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, কয়েকদিনের ছুটির বিরতি শেষে শনিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করছে বেনাপোল বন্দরে। একই সঙ্গে বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে পেট্রাপোল বন্দরে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ছিল। ছুটি শেষে অপেক্ষমাণ শতাধিক ট্রাক এখন বেনাপোল বন্দরে প্রবেশ করছে। এতে কিছুটা যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রতন হোসেন বলেন, ভারতের পাঁচ দিনের সরকারি ছুটি শেষে শনিবার সকাল থেকেই আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। তবে এ সময় যাত্রী পারাপারসহ অন্যান্য কাজকর্ম স্বাভাবিক ছিল।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, পূজার ছুটির পর কার্যক্রম শুরু হলেও পেট্রাপোল বন্দরে কর্মীদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় বাণিজ্য কার্যক্রমের গতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।