বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরের লাখোহাটি গ্রামের আজিবর শেখের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং গত ১৫ বছর ধরে বারাকপুর ইউনিয়নের নিরীহ জনগণের উপর অবৈধ ক্ষমতার দাপটে সন্ত্রাসীদের ত্রাসের রাজত্ব বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বারাকপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “বছরের পর বছর সন্ত্রাসী চক্র নিরীহ মানুষকে জিম্মি করে রেখেছে। এখনই সময় তাদের বিচারের আওতায় আনার।”
স্থানীয় সমাজপতি মো. সাইদুল শেখের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন হেকমত শেখ, তৈয়ব শেখ, সিরাজুল ইসলাম সিরাজ ও সেলিম শেখ প্রমুখ। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে এসব সন্ত্রাসীকে দ্রুত আইনের মুখোমুখি করা হয় এবং এলাকার শান্তি ফিরিয়ে আনা যায়।