বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। সোমবার শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে নেতারা সরকারের প্রতি শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অল্প বেতনে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রধান উপদেষ্টার কাজ হবে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শিক্ষকদের আন্দোলন পুলিশ দিয়ে দমানোর চেষ্টা বর্বরতার শামিল উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ কখনও কাম্য নয়।”
খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসাইন রাজী বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনায় বসে দাবিসমূহ বাস্তবায়ন করা।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি বলেন, দেশের শিক্ষকরা সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন। প্রতিটি পদে তাদের হয়রানি করা হয়। খালি মুখে সম্মান দেওয়া হলেও বাস্তবে তার উল্টো ঘটে। ইনকিলাব মঞ্চ শিক্ষকদের দাবির সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করছে।