বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সকাল ১১টায় বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীরা মনে করেন, এই ধরনের সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সঠিক ধারণা পাবেন।