বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
আবু বকর সৈকত, রাবি প্রতিনিধি
৭ই অক্টোবর “নিপীড়নবিরোধী দিবস” ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অগ্রনায়ক শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
মঙ্গলবার (৭ই অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবিরের নিজিস্ব ভবনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান করেন তারা।
২০১৯ সালের ৭ অক্টোবর, ভোররাতে বুয়েটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন মেধাবী শিক্ষার্থীকে হারানোর ঘটনা ছিল না এটি উন্মোচন করেছিল ভারতীয় আধিপত্যের ছায়ায় পরিচালিত দণ্ডমুক্ত এক রাজনৈতিক সংস্কৃতি। সিসিটিভি ফুটেজ গায়েব, আসামিদের সেইফ এক্সিট, মামলায় প্রভাবশালী নাম বাদ পড়া, প্রশাসনের নীরবতা সব মিলিয়ে এটি ছিল ন্যায়বিচারের বিরুদ্ধে এক সুনির্দিষ্ট অপচেষ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “শহীদ আবরার ফাহাদ ইসলাম ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জীবন উৎসর্গের প্রেরণা নিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে সাহস তিনি দেখিয়েছেন, তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে ক্যাম্পাসগুলোতে সহস্রাধিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব নির্যাতনের মধ্য দিয়ে ছাত্রশিবিরের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। সন্ত্রাস ও দমননীতির মধ্য দিয়েও ইসলামী ছাত্রশিবির ন্যায়ের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
বর্তমান শিক্ষাব্যবস্থার সংকট প্রসঙ্গে তিনি বলেন, “অযোগ্যতার রাজনীতি ও নৈতিক অবক্ষয় শিক্ষাঙ্গনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে যোগ্য, আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার। ছাত্রশিবির ছাত্রসংসদে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের প্রতি অঙ্গীকার রক্ষায় কাজ করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ আবরারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিপীড়ন-অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের আহ্বান জানান।
উল্লেখ্য যে ,প্রায় পাঁচশত শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
