বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
গাজা দখলের ঘোষণায় বিশ্বজুড়ে জার্মানির কড়া পদক্ষেপ
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ ও শিশুদের ওপর বোমা ও গুলি চালিয়ে হত্যাযজ্ঞ থামায়নি ইসরায়েলি সেনাবাহিনী। বরং কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে ধীরে ধীরে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। দীর্ঘদিন ধরে গাজায় রক্তের হোলি খেলানোর পর এবার পুরো গাজা সিটি দখলের পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে দেশটিতে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মান সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জার্মানির এই পদক্ষেপকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে জার্মানি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি সেনাদের চলমান ভয়াবহ সামরিক অভিযান, গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে উৎখাত করতে ব্যর্থতা, এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের উচ্চাকাঙ্ক্ষী ঘোষণাই জার্মানির এই সিদ্ধান্তের মূল প্রেক্ষাপট।
চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল বর্তমানে যে সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করছে, তাতে কীভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে উৎখাত করা সম্ভব হবে এবং সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা যাবে— তা দিন দিন তাদের জন্য আরও দুরূহ হয়ে উঠছে।