বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
অ্যাওয়ার্ড নয়, যোগ্যতা দিয়েই বিচার হোক—আমিরের স্পষ্ট বার্তা!
অনলাইন ডেস্ক
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন না, তা নিয়ে সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমের অনুষ্ঠানে স্পষ্ট মন্তব্য করেছেন। তিনি অকপটে জানান, আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে কাজের গুণমান নয়, সম্পর্কের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়—যা তিনি নীতিগতভাবে মানেন না।
আমির জানান, তার ক্যারিয়ারের প্রথম দিকে তিনি নিয়মিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে কয়েক বছরের মধ্যেই তিনি লক্ষ্য করেন, এই আয়োজনে গুণগত বিচার না করে ব্যক্তি পরিচিতি ও ঘনিষ্ঠতা বেশি গুরুত্ব পাচ্ছে।
তিনি বলেন, “ধরুন বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার দেওয়া হচ্ছে। পাঁচজন মনোনীত আছে। কিন্তু সেই নতুন প্রতিভাবান তরুণকে পুরস্কার দেওয়া হবে না, বরং পুরস্কার চলে যাবে সেই সিনিয়রের ঝুলিতে, যার সঙ্গে সম্পর্ক ভালো। মানে কাজের চেয়ে সম্পর্ক মুখ্য।”
আমির খানের মতে, কোনো শিল্পীর কাজই হওয়া উচিত পুরস্কার নির্ধারণের একমাত্র মানদণ্ড। ব্যক্তি নয়, তার কাজটাই মূল্যায়নের যোগ্য।
তিনি আরও বলেন, “আপনি মানুষটা সরিয়ে তার কাজটা দেখেন। ভালো কাজ যিনি করেছেন, তাকেই পুরস্কৃত করুন। কিন্তু অনেক সময় ভালো কেউ কাজ করলেও সে পুরস্কার পায় না—এই বাস্তবতা মেনে নেওয়া যায় না। এ কারণেই আমি আর অ্যাওয়ার্ড শোতে যাই না, আর যেতে মনও চায় না।”
তার এই বক্তব্য বলিউডের পুরস্কার অনুষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আমির খানের অবস্থান যেন এক স্পষ্ট বার্তা—তিনি এমন কোনো প্ল্যাটফর্মের অংশ হতে চান না, যেখানে মেধা নয়, সম্পর্কই বেশি মূল্য পায়।