বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ভারতের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী রাজবীর জওয়ান্দা আর নেই। ভয়াবহ সড়ক দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ তারকা। তার চলে যাওয়া পাঞ্জাবি সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ভারতীয় গণমাধ্যম জানায়, ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় মারাত্মক আহত হন রাজবীর। তার মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ভেন্টিলেশন ও নিবিড় পর্যবেক্ষণে রাখার পরও রাজবীরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পাঞ্জাবের লুধিয়ানার সন্তান রাজবীর জওয়ান্দা সাম্প্রতিক বছরগুলোতে পাঞ্জাবি সংগীতে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কালী জওয়ান্দে দি’, ‘মিট্টি দ্য বীর’ ও ‘শিকারি’। গায়ক, গীতিকার ও ভিডিও মডেল—সব ভূমিকাতেই তিনি ছিলেন উজ্জ্বল।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ। এক সাম্প্রতিক কনসার্টে রাজবীরের দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের প্রার্থনায় অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন তিনি।
দিলজিৎ বলেন, ‘রাজবীর এমন একজন শিল্পী, যিনি কখনও বিতর্কে জড়াননি। তিনি মানুষের ভালোবাসাতেই বাঁচতেন। সবাই তার জন্য প্রার্থনা করুন।’
কিন্তু প্রার্থনাও থামাতে পারেনি নির্মম নিয়তি। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে রাজবীর জওয়ান্দা জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়। তার অকাল মৃত্যুতে পাঞ্জাবি সংগীত অঙ্গন হারাল এক উদীয়মান নক্ষত্র।