বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮২ জন। নিহতের মধ্যে নারী ৬৩ এবং শিশু ৪৭। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৮৫ শতাংশ। এছাড়া পথচারী হিসেবে নিহত হয়েছেন ১১২ জন, যা মোটের ২৬.৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩.৪২ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় নিহত ২৭ জন ও আহত ১৩ জন।
বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগের দুর্ঘটনা ২৮.৬৯ শতাংশ, প্রাণহানি ২৯.৭ শতাংশ। রাজশাহীতে দুর্ঘটনা ১৮.৮৩ শতাংশ, প্রাণহানি ১৮.৯৪ শতাংশ। চট্টগ্রামে ২৪ শতাংশ দুর্ঘটনা ও ২২.৩০ শতাংশ প্রাণহানি। খুলনা বিভাগের হার যথাক্রমে ৬.৭২ এবং ৬.২৩ শতাংশ। বরিশাল বিভাগে ৩.৫৮ শতাংশ দুর্ঘটনা ও ৩.৩৫ শতাংশ প্রাণহানি। সিলেট ৮.২৯ এবং ৮.৮৭ শতাংশ। রংপুরে ৪.৪৮ এবং ৫.৩ শতাংশ। ময়মনসিংহে ৫.৩৮ এবং ৫.৫১ শতাংশ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন। একক জেলায় চট্টগ্রামে ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। মাগুরায় সবচেয়ে কম, ৮টি দুর্ঘটনায় ১ জন। রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।