বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং গণভোটের সময়সূচি নিয়ে কিছু মতবিরোধ থাকলেও বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই দলগুলো স্বাক্ষরকারী সদস্যদের নাম ঠিক করেছে।
দলের একাধিক নেতা জানিয়েছেন, তারা চূড়ান্ত কপি দেখে তারপরই স্বাক্ষর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “চূড়ান্ত কপি এখনো হাতে আসেনি। বাস্তবায়নের প্রক্রিয়াও আমাদের জানানো হয়নি। ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে এনসিপি তার পরবর্তী পদক্ষেপ নেবে। যদি সিদ্ধান্ত হয় স্বাক্ষর করার, তাহলে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।”