বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত গণসমাবেশে বলেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে এবং কালো টাকার দৌরাত্ম আরও বৃদ্ধি পাবে।
তিনি পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রসঙ্গে জানান, “আমরা পিআরের ব্যাপারে আমাদের দাবি শেষ পর্যন্ত অব্যাহত রাখব। যদি সরকার তা না মানে, আমরা গণভোটের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করব। দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সামছুল হুদা। মঞ্চে বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মঈন উদ্দিন খান তানভির, আব্দুল মোছাব্বির রুনু ও সোলায়মান গাজী।
সমাবেশে চরমোনাই পীর জেলা বরাবর চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। প্রার্থীরা হলেন— হবিগঞ্জ-১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনে মাওলানা শেখ হাদিসুর রহমান রুহানী, হবিগঞ্জ-৩ আসনে মুহিব উদ্দিন আহমেদ সোহেল, এবং হবিগঞ্জ-৪ আসনে কামাল উদ্দিন আহমদ।