বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি। টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া লিভারপুল। অন্যদিকে চেলসি চান পয়েন্ট টেবিলের আরও উপরে উঠতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়, স্টামফোর্ড ব্রিজে।
লিভারপুলের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার ইনজুরির কারণে আজ মাঠে নেই। তবুও দলের সব তারকা খেলোয়াড় স্কোয়াডে আছেন। চেলসিও নিজেদের সেরা দল নিয়ে মাঠে নামছে।
লিভারপুল ক্রিস্টাল প্যালেসের কাছে শেষ মুহূর্তের গোলে হারের অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারেইয়ের বিপক্ষে হেরেছে। তবে প্রিমিয়ার লিগে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে তারা। চেলসির বিপক্ষে জয় লিভারপুলের ব্যবধান আরও বাড়াতে পারে, যদিও চেলসি তাদের আগের মৌসুমের ৩-১ জয়কে আত্মবিশ্বাস হিসেবে ব্যবহার করবে।
মাঠের লড়াই আজ দেখার অপেক্ষায় সমর্থকরা।