বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে অনেক আগেই। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ করে এখন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামছে প্রস্তুতির নতুন অধ্যায়ে। প্রীতি ম্যাচের মধ্য দিয়ে নিজেদের কৌশল ও সমন্বয় ঝালিয়ে নেবে তারা।
এই লক্ষ্যে অক্টোবর মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। আর এই ম্যাচগুলোকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছেন ২৮ সদস্যের দল, যেখানে থাকছে একাধিক চমক।
দলে লিওনেল মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস ও ডিফেন্ডার লাওতারো রিভেরো প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। মিডফিল্ডে নতুন সংযোজন আনিবাল মোরেনো।
দলে ফিরেছেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও ডিফেন্ডার মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচগুলোতে ছিলেন না ফার্নান্দেজ। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সেনেসি, যা ভক্তদের মধ্যে বাড়িয়েছে উচ্ছ্বাস।
আর্জেন্টিনা দল:
এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।