বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
৩৫ বছরের অপেক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কেন্দ্রীয় হল সংসদ ও সিনেট-এ ভোট গ্রহণকে ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ, শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এবং পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মঙ্গলবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করছেন।
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, বামজোট সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ ও ‘আধিপত্য বিরোধী ঐক্য’সহ মোট ১১টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
প্রার্থী ফাহিম রেজা, মোস্তাকুর রহমান জাহিদ, জাহিন বিশ্বাস এষা, ফুয়াদ রাতুল, শেখ নূর-উদ্দীন আবীরসহ অন্যান্য প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি নির্বাচনে উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশকে আরও বৃদ্ধি করেছে।
এবার রাকসু নির্বাচনে ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ৫৮ জন ও হল সংসদে ১৫টি পদে ৫৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন, যার মধ্যে নারী ভোটার ১১,৩০৫ এবং পুরুষ ভোটার ১৭,৫৯৬। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১৬ অক্টোবর এবং ফলাফল ঘোষণা হবে সেইদিনই।