বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
গাজীপুরের টঙ্গীতে মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টারে সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়।
আশপাশের লোকজন দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তী তদন্তের মাধ্যমে তথ্য জানা যাবে।