বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. মহিবুর রহমান রিমন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রিমন পুলিশের কর্মকর্তা বলে জানা গেলেও কেউ দাপ্তরিকভাবে নিশ্চিত করতে রাজি হননি।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাতের দিকে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করা হলে সন্দেহভাজন রিমনকে আটক করা হয়।
তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তার বর্তমান কর্মস্থল প্রকাশ করেননি।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “আটক ব্যক্তি কোনো বাহিনীর সদস্য কিনা জানতে হলে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করতে হবে।” উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, “ব্যক্তি কোনো বাহিনীতে কর্মরত কিনা আমাদের বিবেচ্য নয়।”