বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর ইতিহাসে রেকর্ড গড়েছে নতুন এক অভিযান। সীমান্তজুড়ে চালানো বিশেষ অভিযানে ভারতীয় ২৩৭টি গরু ও ৪২টি মহিষ আটক করেছে বিজিবি। চোরাচালানবিরোধী এ অভিযানে উদ্ধারকৃত পশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট সীমান্তের অভিযানে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা। তাঁর সঙ্গে ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ‘গণমাধ্যম’-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। রাতভর অভিযানে সিলেটের গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ভারতীয় গরু এবং সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত থেকে ৪২টি মহিষ আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ইটাচকি গ্রামে ভারতীয় গরু মজুদ থাকার খবর পেয়ে রাতভর অভিযান চালানো হয়। এতে আনুমানিক ২ কোটি টাকার গরু ও ১ কোটি টাকার মহিষ আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, “টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় গবাদিপশু আটক করা হয়েছে। প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে।”
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক আরও জানান, আটক পশুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে গরু ও মহিষ নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।