বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এলজিইডি রাস্তার দুই পাশে প্রায় অর্ধশতাধিক মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত কয়েক মাসে অন্তত ২০–২৫ লাখ টাকার সরকারি গাছ কেটে পাচার করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বহরা ইউনিয়নের গিলাতলী চার রাস্তার মোড় থেকে খানকা শরিফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০–৫০টি বড় আকারের আকাশমনি গাছ চোরচক্র কেটে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে ইলেকট্রিক মেশিন ব্যবহার করে গাছগুলো কেটে পাচার করা হচ্ছে।
স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম বলেন, “প্রতিদিন রাতেই ৪–৫টি সরকারি গাছ পাচার হচ্ছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। রাস্তার পাশে গাছ না থাকায় রোদের তাপে পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়েছে।”
বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, “গাছ চুরি করা দুর্বৃত্তদের নাম-ঠিকানা ইউএনওকে পাঠানো হয়েছে। প্রায় ১০ দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউনিয়ন কখনোই চোর চক্রের সঙ্গে যুক্ত নয়।”
মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা দ্রুত থানাকে অবহিত করব।”
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম বলেন, “রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লাহ জানান, “বন বিভাগের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত। বিষয়টি খতিয়ে দেখা হবে।”