বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট নিয়ে দেশে দুই মত আছে। একদল মনে করছে নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়া উচিত, অন্যদল চায় আলাদা। জামায়াত আগামী নভেম্বরে আলাদা গণভোটের পক্ষে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকের পর তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ট্রেডিশনাল পদ্ধতি এখন পর্যন্ত সুস্থ নির্বাচন দিতে পারিনি। তাই পিআর ও ট্রেডিশনাল পদ্ধতি দুটোই বিবেচনায় নেওয়া উচিত।
নায়েবে আমির আরও বলেন, আলাদা গণভোট হলে মানুষের দৃষ্টি থাকবে সংস্কারের উপর। একসঙ্গে হলে ভোট প্রতীকের দিকে মনোযোগী হবে, সংস্কার পিছনে থাকবে। প্রবাসীদের ভোটাধিকার ও ভোটার আইডি কার্ডের সমস্যা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে, এবং জন্ম সনদ দিয়ে ভোটের সমাধান সম্ভব।
তিনি বলেন, রিটার্নিং অফিসার লটারির মাধ্যমে নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। সরকার এই প্রক্রিয়া মেনে চলবে। জামায়াত মনে করে, গণভোট আগে হওয়া উচিত এবং নভেম্বর মাসে তা আয়োজন সম্ভব।