বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
এবারের হজে এখন পর্যন্ত ৫৯,৮৫৯ জন নিবন্ধন করেছেন। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি সরকারের সম্মতি থাকলে হজের নিবন্ধনের সময় বাড়ানো সম্ভব। মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
উপদেষ্টা বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এর মধ্যে ৫৯,৮৫৯ জন নিবন্ধিত হয়েছেন। এরপর নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, এজেন্সিগুলোকে সোমবার বিকেল ৫টার মধ্যে জানাতে হবে কতজন নিবন্ধনের অপেক্ষায় আছেন।
সরকারি ও বেসরকারি কোটা উন্মুক্ত রাখা হয়েছে, যার ফলে যতজন নিবন্ধিত হবেন, ততজনই হজে যেতে পারবেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত এসেছে। এই অর্থ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একাউন্টে স্থানান্তর করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরে বাংলাদেশের হজ কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অব্যয়িত অর্থ ফেরত দেওয়া তাদের উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন।