1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পিআর ভোটে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হবে: ফখরুল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

পিআর ভোটে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হবে: ফখরুল

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত
পিআর পদ্ধতিতে আপত্তি বিএনপির

অনলাইন ডেস্ক ,

পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি বাছাইয়ের ক্ষমতা কেড়ে নেওয়া হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ওই পদ্ধতিতে জনগণ নয়, বরং রাজনৈতিক দলই নির্ধারণ করবে কে হবে সংসদ সদস্য।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের ডাক দেওয়া বাস্তবতা বিবর্জিত। যারা তাড়াহুড়া করে নির্বাচন চায়, তাদের বিষয়টি পরিষ্কার নয়। তিনি বলেন, ‘এটি পরবর্তী সংসদের ওপর ছেড়ে দিতে হবে— তারা ঠিক করবে ভবিষ্যৎ নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন যদি পিআর চালু করা হয়, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে।’

বিএনপি মহাসচিব জানান, তার দল ক্ষমতায় গেলে সংসদের উচ্চকক্ষে সব ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি চার কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেড় বছরের মধ্যেই এ সংকটের সমাধান সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনেই প্রমাণ হবে— বাংলাদেশ সত্যিই একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের চেষ্টা চলছে, যদিও নানা মহল তা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা। বক্তব্য রাখেন— কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কোর দি জুট ওয়াকস্-এর পরিচালক রীতা রোজলিন কস্তা, দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান প্রতাপ আগষ্টিন গমেজ, বিএনপি উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপি ধর্ম বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জন গমেজ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন মাইকেল গমেজ, মৃগেন হাগিদক, মন্টু পিটার রোজারিও, ফনিন্দ্রনাথ কর্মকার, পাস্টর আনোয়ার হোসেন, বাবলু ডেভিড গমেজ, চন্দন জাকারিয়াস গমেজ, লুইস গমেজ, শীতল রিবেরু, মিসেস জজলিন গমেজ, এভারিস রোজারিও, স্বপন হালদার, পেপিলন পিউরিফিকেশন, প্রশান্ত পিউরিফিকেশন, এরিক ডি’ কস্তা, পলাশ পিরিচ, মিসেস আইভি সিং, স্টিভ যোসেফ কস্তা, এলবাট রিপন বল্লভ, মিলন আই গমেজ ও বার্নাড পলাশ দাস প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..