বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সোমবার সকালে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক করেছেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই আমিরের স্বাস্থ্য খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। এরপর তারা বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ বিষয়ক খোলামেলা আলোচনা করেন। বৈঠকে কসোভোর পক্ষ থেকে বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন থাকার আশ্বাস দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।