বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বদা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ।
সিইসি আরও জানান, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সমান সুযোগ ও নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষভাবে তিনি এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।