বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারি থেকে উঠেছিল বৈষম্যমূলক ও ঘৃণাত্মক স্লোগান। সেই কারণেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে কঠোর শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা—আর্জেন্টিনার পরবর্তী হোম ম্যাচে একটি পূর্ণ গ্যালারি কেবল শিশু ও এনজিওর হাতে ছেড়ে দেওয়া হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, সেন্টেনারিও বাজা অংশে বসবে বিভিন্ন ক্লাবের শিশু ও বৈষম্যবিরোধী সংগ্রামে যুক্ত সংগঠনগুলো। একইসঙ্গে সেন্টেনারিও আলতা অংশে ঝুলবে একটি বিশাল ব্যানার—সুস্পষ্ট বার্তা: ফুটবলে কোনো বৈষম্যের ঠাঁই নেই।
বিবৃতিতে এএফএ আরও বলেছে, ‘বর্ণবাদ, সমকামবিদ্বেষ, বিদেশবিদ্বেষ বা যে কোনো ধরনের বৈষম্য—আধুনিক সমাজে এগুলোর স্থান নেই। আমরা সবাই চাই এমন এক ফুটবল পরিবেশ, যেখানে ভালোবাসা ও সম্মানই হবে আসল ভিত্তি।’
এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে একই ধরনের বর্ণবাদী স্লোগান ওঠায় ফিফা তদন্তে নামে। তবে তখন সীমিত দর্শকের শাস্তি এড়িয়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্কালোনির দল এবার ছাড় পায়নি।
সবশেষে, আগামী ৪ সেপ্টেম্বর মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট, আর ভেনেজুয়েলা লড়ছে ইতিহাস গড়ার স্বপ্নে—প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ওঠার জন্য।