বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় এক সংসদ সদস্য ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লিখা কাগজ উঁচিয়ে প্রতিবাদ জানান, যা ট্রাম্পের বক্তব্যকে সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য করে।
নেসেটের স্পিকার আমির ওহানা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রতিবাদী সংসদ সদস্যকে হলরুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় দুই সংসদ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।
হট্টগোলের পর ট্রাম্প হাস্যরসের সঙ্গে বলেন, “ওটা ছিল খুব কার্যকর ব্যবস্থা।” পুনরায় বক্তব্য শুরু করে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক ভোর। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার জন্য আরব দেশগুলোর প্রচেষ্টাকে প্রশংসা করেন।
ট্রাম্পের ভাষণে সংসদ সদস্যদের মধ্যে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দেয়ার দৃশ্যও লক্ষ্য করা যায়। তিনি বলেন, এই সমন্বিত প্রচেষ্টায় মধ্যপ্রাচ্য শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলেরই স্বর্ণযুগে প্রবেশ করছে।
https://x.com/AJEnglish/status/1977700017210106162