বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
গাজার উদ্দেশে রওনা হওয়া মানবিক নৌবহর ‘গ্লোবাল ফ্লোটিলা’ থেকে আটক বিভিন্ন দেশের ৭০ জন অধিকারকর্মীকে সোমবার (৬ অক্টোবর) গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছেন পরিবেশ আন্দোলনের প্রতীক মুখ, সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। খবর টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এই ৭০ জনকে প্রথমে গ্রিসে পাঠানো হচ্ছে, এরপর তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।
আজ যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন ২৮ জন ফরাসি, ২৭ জন গ্রীক, ১৫ জন ইতালীয় এবং ৯ জন সুইডিশ নাগরিক।
এছাড়া রোববার স্পেনে ফিরেছেন সে দেশের ২১ জন নাগরিক। মোট ২৮ জন স্প্যানিশ নাগরিককেই আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, আটক হওয়া সকলেই গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরায়েলি অবরোধ ভাঙতে নৌবহর নিয়ে যাচ্ছিলেন।
আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় বুধবার ইসরায়েলি নৌবাহিনী হঠাৎ করে জাহাজগুলোকে ঘিরে ধরে এবং একে একে আটক করে ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে।
গাজায় মানবিক বার্তা পৌঁছে দিতে গিয়ে এই দমন-পীড়নের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে।